আকনাদি : পাতাগুলি যেন কথা
আকনাদি : পাতাগুলি যেন কথা ধরা যাক, কোনো বাগানিকে বলা হল—আপনি তো ফুল ও ফলের অনেক গাছ লাগিয়েছেন, পাতার জন্য কোনো গাছ লাগিয়েছেন কি? উত্তর হয়ত আসবে লাগিয়েছি তো, এই ধরেন পাতাবাহার, ফার্ন। —পাতার সৌন্দর্যবাহী কোনো লতা? হ্যাঁ মানিপ্ল্যান্ট, লতাবট। সত্যি বলতে কি, এগুলো সব দীর্ঘদিনচর্চিত ও গৎ-বাঁধা গাছের তালিকা। পাতার সৌন্দর্যের দিকে চেয়ে কেউ যদি বাগান করতে চান তাহলে আমাদের আশেপাশেই রয়েছে অনেক অনেক সুন্দরের হাতছানি। এই যেমন আকনাদির কথাই তোলা যাক। বাগানের জন্য আমরা কেন বেছে নিচ্ছি না রূপের খনি আকনাদিকে? প্রথম দেখায় লতাটি এমনই ভাবে তার সুন্দর পাতাগুলোকে পূর্ণভাবে আপনার সামনে উপস্থাপন করবে যে, ফুল নয় যেন এর পাতাই হবে একেকটি কথা। আমাদের বসতবাড়ির আশপাশ, পতিত জায়গা, বনতল, জলাভূমির ধার, পথের দুপাশে যখন-তখন দেখতে পাওয়া যায় যে-কয়টি লতা, তার মধ্যে আকনাদি অন্যতম। উদ্ভিদতাত্ত্বিক নামের পাছে japonica আছে বলে অনেকে আমরা ভড়কে যাই এই ভেবে যে, লতাটি (Stephania japonica) নিশ্চয়ই জাপানের একান্ত দেশি; আমাদের দেশে হয়ত জাপানের হাত ধরেই সুদূর বা অল্পাতীতে এটি এসে থাকবে—যেরকম এখন আসছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, থে