Posts

Showing posts from November, 2022

সাগরকন্যা সাগর-নিশিন্দা, Vitex trifolia

Image
সাগরকন্যা সাগর-নিশিন্দা  মোহাম্মদ আলি নিশিন্দার কথা সেই ছোটবেলা থেকেই জানি। গানও শুনেছি একে নিয়ে। এ যে দারুণ ঔষধি গাছ, সেও জানতাম। ছোটবেলা থেকেই একটা ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল যে, যেসব ফলমূল-শাকসবজি তিতা স্বাদের, সেগুলোর পুষ্টিগুণ বেশি, ঔষধি গুণও বেশি। যেমন, করল্লার কথা জানি--তিতকুটে স্বাদের। কিন্তু এ সবজি এখন তো অমৃত লাগে খেতে। আমাদের নিশিন্দাও স্বাদে তিতা এবং একই সাথে ঔষধি গুণসম্পন্ন। নিশিন্দা নিয়ে ছোটবেলার কথা থেকে এখন বড়বেলায় আসি। গিয়েছিলাম কক্সবাজার ঘুরতে একবার। বর্ষায় সাগরপারের বালুতে অযত্নে থাকা অবস্থায় কয়েকটি নিশিন্দাকে এক জায়গায় কলোনির মত একত্রে থাকতে দেখে বুঝে গিয়েছিলাম যে, এটা নিশিন্দাই হবে। আরেকবার গিয়েছিলাম সেন্টমার্টিন দ্বীপে। সেখানে ছত্রে ছত্রে নিশিন্দাকে দেখে বেশ ভালো লেগেছিল। শীতের শেষে দেখি সাগরের ঠিক পাড়েই ওদের ঘনবসতি, ইতস্তত ছড়ানো ডালপালায় কেমন একটা শ্রীহীন অবস্থা। অধিকাংশের শরীরজুড়ে ফলের মেলা, ফুল ছিল কয়েকটি গাছে। একই অভিযানে কেয়া, সমুদ্রজবা, সমুদ্রকলমি ও পাইনা ফুলের সাথে ছেঁড়াদ্বীপে আরো ঘন অবস্থায় এদের দেখেছি একটা জায়গায় বেশ কায়দা করে জেঁকে বসে