Posts

Showing posts from July, 2022

করচ, Dalbergia reniformis

Image
অকূল সায়রের করচ মোহাম্মদ আলি করচ নিয়ে আমাদের বিভ্রান্তির শেষ নেই। এ বিভ্রান্তির মূলে রয়েছে আরেকটি পানিপছন্দ বৃক্ষ, সেটি করঞ্জা। তবে সে-কথা পরে।  আমাদের হাওর এলাকার একান্তই স্থানীয় গাছ করচ। জলজ বৃক্ষ কথাটা অদ্ভুত শোনালেও এতে অত্যুক্তি নেই। হাওরের অথৈ পানিতে অনেকেই গাছটিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখে খুব অবাক হন। আসলে সুদীর্ঘকালের জীবনসংগ্রামে পুরো ভেজা মৌসুম জুড়ে, দীর্ঘ সময়--বছরের প্রায় ৬ মাসেরও বেশি সময় ধরে ভরপুর পানিতে টিকে থাকার জন্য অভিযোজিত হতে হয়েছে তাকে। ঠিক একই অভিযোজনক্ষমতা রয়েছে আমাদের দেশের আরেক জলজ বৃক্ষ হিজলের। করচের আদর্শ সহচর সে। এ প্রসঙ্গে আরেকটি পানিপ্রেমী বৃক্ষের কথা না বললেই নয়, সে পানিজমা; আরেক নাম পানিবট; বিয়াস বলেও জানে লোকে। তবে এ গাছটি ঠিক হাওরের নয়, বর্ষা মৌসুমে আমাদের দেশের কয়েকটি জেলায় কেমন একটা শ্রীহীন অবস্থায় খাল, বিল ও নদীর ধারে অর্ধ জলমগ্ন অবস্থায় একে দেখতে পাওয়া যায়। অনেকে আমরা জানি, ‘সাগর’ শব্দটি লোকমুখে বিবর্তিত হতে হতে ‘সায়র’ রূপ ধরে ‘হাওর’-এ রূপান্তরিত হয়েছে। তার মানে, স্থানীয় লোকের কাছে তাদের হাওরই সাগর। বর্ষামৌসুমে দেশের পূর্ব-উত্তরাঞ্চলের এ জল

করপুলা, Sarcolobus carinatus

Image
করপুলা, Sarcolobus carinatus , Family: Asclepiadaceae. স্থানীয় নাম : বাওলিলতা, বাওনিলতা, বান্দালিলতা। অনন্তমূল কিংবা অপরাজিতার মতো পেঁচিয়ে, আষ্টেপৃষ্ঠে বাড়ে সুন্দরপত্রী, ক্ষীণতনু লতাটি। আমাদের দেশের লোকেরা বলে করপুলা, পশ্চিমবঙ্গের লোকেরা বাওলি-লতা। দ্বিপদী নাম Sarcolobus carinatus । দেশের দক্ষিণের সাগরপারে দুধকষে ভরা লতাটির বসতি। সুন্দরবনের উভয় অংশে একে পাওয়া যাবে। এ ছাড়া রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারের ম্যানগ্রোভ বনে-উপবনে। অথচ আমাদের উদ্ভিদ-রসসাহিত্য তো বটেই দুয়েকটা তথ্যভাণ্ডার ছাড়া পুরোপুরি উপেক্ষিত। আশ্রয়দাতার পাতার মতোই অনেকটা এর পাতা। তাই খুব সহজে, হঠাৎদৃষ্টিতে একে আলাদা করে উপভোগ করা যায় না। আশ্রয়দাতা আমাদের ভুবনমোহিনী, চিত্রবিচিত্র ম্যানগ্রোভ-উদ্ভিদ গেওয়া, স্থানীয়রা বলে গাওয়া, ইংরেজিতে Blind your eye ( Excoecaria agallocha )। পাতা গেওয়ার পাতার চাইতে প্রায় আধাআধি ছোট, রঙ একইরকম। অনুমেয়, লতাটির Mother plant এটি। যতবারই এ বল্লীকে দেখেছি প্রতিবারই কেওড়া-বনের ঘনঘটায় থাকা গেওয়া-ঝাড়ের মধ্যে ছদ্মবেশে লুকিয়ে থাকতে দেখেছি। জীবের মনোহরা এ চাতুরী মনে দারুণ এক দোলা দিয়েছিল সে অভিযানের দিনগুলি